Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮

দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল নিহত।

গাইবান্ধা: দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় মরদেহ নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে স্বজন-এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে স্থানীয় জামদানী ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে সন্ধ্যার দিকে মরদেহ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে স্বজন ও এলাকাবাসী। পরে রাত ৮ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত আব্দুল্লাহ আল মামুন খামারপাড়া গ্রামের আব্দুল মান্না মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ধাপেরহাট নায়বিয়া দরবার শরীফের দোকানীদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এ নিয়ে গেল রাতে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে জামদানীরঘাট এলাকায় মামুনের ওপর অতর্কিত হামলা চালায় ১০-১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত। তারা মামুনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পরে সন্ধ্যার দিকে মরদেহ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে জড়িতদের গ্রেফতার-বিচার দাবি করে স্বজন-এলাকাবাসী।

নিহত সাবেক ছাত্রলীগ নেতা মামুনের পরিবার জানায়, তিনি গত কয়েক বছর থেকে দলের সঙ্গে সক্রিয় ছিল না। তিনি বিপিএলে সিলেটের নেট ফাস্ট বোলার ছিলেন। দীর্ঘ দিন থেকেই তিনি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন। গত ১২ ফেব্রুয়ারী রাতে ঢাকা থেকে ধাপেরহাটের নিজ বাসায় ফেরেন মামুন। রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দীন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয় ও মহাসড়ক ছেড়ে দেয়। পরে রাত ৮ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া কারা কেন মামুনকে হত্যা করল এ বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর