চ্যাম্পিয়নস ট্রফি
‘১৬তম সদস্য’ হিসেবে বাংলাদেশের সঙ্গে আছেন লিটন
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৯
বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তার। বাংলাদেশ দলের সাথে না থাকলেও লিটস দাস নিজেকে দলের বাইরের কেউ ভাবছেন না। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন বলছেন, দলের ১৬তম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টে থাকবেন তিনিও।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে লিটনের ব্যাট হাসেনি। বিপিএলে শুরুতে ব্যর্থ হলেও শেষভাগে এসে সেঞ্চুরিসহ দারুণ কিছু ইনিংসে খেলেছেন লিটন। বিপিএলের পারফরম্যান্স অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট হয়নি লিটনের।
নিজে না থাকলেও বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভোলেননি লিটন, ‘দুর্দান্ত এই দলকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য শুভকামনা। আমার বিশ্বাস, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবে এই দল। টাইগাররা কীভাবে খেলে, পুরো বিশ্বকে তা দেখিয়ে দেওয়া যাক!’
দলের ১৬তম সদস্য হিসেবে সবসময় শান্তদের পাশে থাকবেন লিটন, ‘আমি দলে জায়গা করে নিতে পারিনি। তবে এটিই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলেছে। প্রতিটি উইকেট, রান ও ক্যাচের জন্য আমি গলা ফাটিয়ে সমর্থন যোগাব। তোমাদের ১৬তম সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকবে তোমাদের সঙ্গেই।’
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন।
সারাবাংলা/এফএম