Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছেড়েছেন শান্ত-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৫

দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র ৪ দিন। আসন্ন এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে গত রাতে দেশ ছেড়েছেন শান্ত-মুশফিকরা।

এবারের আসরে গ্রুপ ‘এ’ তে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। মূল টুর্নামেন্ট শুরুর আগে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন শান্তরা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টকে সামনে রেখে গত ১৩ ফেব্রুয়ারি মাঝরাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। রাত ১টায় বিমানে উঠেছেন শান্ত-মুশফিক-রিশাদরা। ক্রিকেটারদের সাথে বিমানে ছিলেন কোচিং স্টাফের সবাই।

দুবাইতে পৌঁছে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলন করার জন্য তিনদিন সময় পাবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মূল আসরের লড়াই। এরপর ২৪ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই দুটি ম্যাচ হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর