Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে একরামুল-মাহফুজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৭

সভাপতি একরামুল হক ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

খুলনা: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী একরামুল হককে সভাপতি ও স্থাপত্য ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ৩০ অক্টোবর আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলকামা রমিন, একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেসমিন আক্তার রিক্তা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর