Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-প্রেমিকাদের ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছেন কোহলিরা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫০

পরিবার ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পরেই ভারতীয় ক্রিকেটারদের ওপর কঠোর হয়েছে বোর্ড। অনেক বছরের প্রথা ভেঙে কোহলি-রোহিতদের ওপর আরোপ করা হয়েছিল নানা নিয়মও। সেই নিয়মের অংশ হিসেবেই এবার চ্যাম্পিয়নস ট্রফিতে স্ত্রী ও প্রেমিকাদের পাশে পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা।

বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতি অনুযায়ী, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সদস্যরা সর্বোচ্চ ১৪ দিন ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। বিসিসিআই ধরেই নিয়েছে ভারত ফাইনালে খেলবে। সেই হিসেবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির সফরটা তিন সপ্তাহের হওয়ায় সেখানে ক্রিকেটারদের পরিবারকে থাকার অনুমতি দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিনিয়র কিংবা জুনিয়র, সবাইকে কঠোরভাবেই এই নিয়ম মেনে চলতে হবে। বোর্ডের একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘পরবর্তীতে নিয়ম পালটানো হলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে ক্রিকেটাদের স্ত্রী কিংবা প্রেমিকাকে পাশে পাচ্ছেন না ক্রিকেটাররা। যেহেতু এক মাসেরও কম সফর, তাই তাদের পরিবারকে সঙ্গে থাকার অনুমতি দেয়নি বোর্ড। যদি ব্যতিক্রম কিছু ঘটে, তাহলে পুরো খরচ ওই ক্রিকেটারকেই বহন করতে হবে, বোর্ড সেটা দেবে না।’

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি ভারত

বিজ্ঞাপন

বগুড়ায় বজ্রপাতে ১ শ্রমিক নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর