মেলার ১৪তম দিনে এলো রেকর্ড ২৫০টি বই
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩০
ঢাকা: আজ ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার)। বঙ্গাব্দের হিসাবে আজ পহেলা ফাল্গুন। তাই বইমেলায় ছিল বসন্তের আমেজ। অমর একুশে বইমেলার ১৪তম দিনে মেলায় নতুন বই এসেছে ২৫০টি, যা এ বছরে সর্বোচ্চ। এর মধ্যে গল্পের বই ২০টি, উপন্যাস ৩৪টি, প্রবন্ধ ৯টি, কবিতা ৯৫টি, গবেষণা তিনটি, ছড়া সাতটি, শিশুসাহিত্য ১২টি, জীবনী ছয়টি, রচনাবলি দু’টি, নাটক তিনটি, বিজ্ঞান দুটি, ভ্রমণ দু’টি, ইতিহাস তিনটি, রাজনীতি দু’টি, স্বাস্থ্য দু’টি গণঅভ্যুত্থান সাতটি, ধর্মীয় ছয়টি, অনুবাদ দু’টি, অভিধান একটি, সায়েন্স ফিকশন তিনটিসহ অন্যান্য বই রয়েছে ২৭টি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে অমর একুশে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন- আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ ও অনন্যা লাবণী পুতুল এবং অধ্যাপক ড. তারিক মনজুর।
বইমেলার ১৪তম দিনে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আহমদ ছফার আগ্রহী যুবকেরা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তাহমিদাল জামি। আলোচনায় অংশন নূরুল আনোয়ার ও সাজ্জাদ শরিফ। সভাপতিত্ব করেন সলিমুল্লাহ খান।
লেখক বলছি মঞ্চে নিজের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি আসাদ কাজল। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি চঞ্চল আশরাফ, কবি আসাদ কাজল, কবি হিজল জোবায়ের, কবি তাসনোভা তুশিন, কবি সুনৃত সুজন, কবি নাজমা আহমেদ এবং কবি মো. শফিক—উল—ইসলাম। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ফেরদৌসী বেগম, ইশিতা জাহান অর্ণা, শিমুল পারভীন এবং আবীর বাঙালি।
আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বইমেলার ১৫তম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাজনিত কারণে এদিন অমর একুশে বইমেলা শুরু হবে বেলা ১১টার পরিবর্তে দুপুর ২টায়। চলবে রাত ৯ টায় পর্যন্ত। এদিন মেলায় থাকবে না পূর্বঘোষিত শিশুপ্রহর।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মুহম্মদ আবদুল বাতেন। আলোচনায় অংশ নেবেন তারেক রেজা এবং মহিবুর রহিম। সভাপতিত্ব করবেন কবি আবদুল হাই শিকদার।
সারাবাংলা/পিটিএম