Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম সীমান্তে ৫ বাংলাদেশিকে মারধর করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৯

বাংলাদেশের ভেতরে প্রবেশ করে ৫ বাংলাদেশিকে মারধর করে বিএসএফ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্তে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে ৫ বাংলাদেশিকে মারধর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্তের ৯৩১ মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শামসুল, জাবেদ আলী, তাজুল ইসলাম ও কাশেম আলী। এদের সবাই সীমান্তবর্তী কৃঞ্চনন্দ বকসী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বিকেলে ভারতের ১৩৮ নারায়নগন্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিএসএফ’র মারধরের ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ মোহাম্মদ শাকিল আলম জানান, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।

সারাবাংলা/পিটিএম

কুড়িগ্রাম টপ নিউজ বিএসএফ মারধর সীমান্ত

বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ২ বিচারপতি
২৫ মার্চ ২০২৫ ১২:১৯

আরো

সম্পর্কিত খবর