Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাবান্ধা দিয়ে নেপালে ৩৩৬ মেট্রিক টন আলু রফতানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৩

বাংলাবান্ধা দিয়ে ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে রফতানি। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আরও ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে।

বৃহস্পতিবার বন্দর দিয়ে থিংকস টু সাপ্লাই ও লোড বাউন্ড লজিস্টিকসসহ কয়েকটি রফতানিকারকের প্রতিষ্ঠানের আলু ভর্তি ১৬টি ট্টাক নেপালের উদ্দেশে রওনা দেয়। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

তিনি বলেন, ‘আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী থেকে সংগ্রহ করে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো ১৬টি ট্রাকে বাংলাবান্ধা স্থলবন্দরে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার স্থলবন্দর দিয়ে ৩৩৬ মেট্রিক টন আলুন নেপালের রফতানি করা হয়। প্রতি ট্রাকে ২১ টন আলু ছিল। এ নিয়ে বন্দর দিয়ে জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক পর্যায়ে সর্বমোট ৪৬টি ট্রাকে ৯৬৬ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে নেপালে রফতানি করা হয়েছে।’

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি মোমিন বলেন, ‘থিংকস টু সাপ্লাই নামের রফতানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে রফতানি করেছি। এর আগেও কয়েক ধাপে বাংলাদেশ থেকে আলু রফতানি করা হয়েছে।’

স্থলবন্দর সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক পথে ট্রানজিট সুবিধা থাকায় ব্যবসা ও পর্যটনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে স্থলবন্দরটি। স্থলবন্দরটি ৯৫ শতাংশই পাথরনির্ভর হলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রফতানি হচ্ছে ভারত ও নেপালে। প্রয়োজনে বিভিন্ন পণ্য বাংলাদেশে আমদানিও হচ্ছে বন্দর দিয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আলু রফতানি নেপাল বাংলাবান্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর