Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোয়ারাবাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজারে মো. জায়েদ আলী (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতের দিকে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গুজাউড়া গ্রামে নিহতের বাড়িতেই এ ঘটনা ঘটে।

নিহত মো. জায়েদ আলী উপজেলার সুরমা ইউনিয়নের গুজাউড়া গ্রামের মো. আলতাব আলীর পুত্র। দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে পরিবারের সবার অগোচরে বসতঘরের সংলগ্ন দক্ষিণ পাশের আমড়া গাছের ডালের সঙ্গে নাইলন দড়ি দিয়ে গলায় ফাঁস দেয় জায়েদ।

পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার মা চিৎকার দিলে পরিবার ও আশপাশের লোকজন এসে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে স্থানীয় মহব্বতপুর বাজারের স্থানীয় পল্লি চিকিৎসক এর নিকট নিয়ে আসেন। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

সারাবাংলা/এসডব্লিউ

কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর