Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৬

আটক ফরমান হোসেন ও লিটন ইসলাম মাসুদ। ছবি: সারাবাংলা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে একটি কাভার্ডভ্যানের করে ৫১ কেজি গাঁজা পাচারের সময় ফরমান হোসেন (৪০) ও লিটন ইসলাম মাসুদ (২৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দফতরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. উসমান গণি সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ফরমান হোসেন দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ও লিটন ইসলাম মাসুদ ঠাকুরগাঁও জেলার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বরের সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ তাদের দুইজনকে আটক করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যান, দুইটি মোবাইল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

গাঁজাসহ আটক সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর