শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৯
মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জামাল শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী রায়হান আহত হন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার পুরাতন ফেরীঘাট এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা গ্রামের মৃত শেখ আলাউদ্দিনের ছেলে। তিনি উপজেলার বালাশুরে বিক্রমপুর শপিং কমপ্লেক্সের রেডিমেট পোষাক বিক্রেতা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল। এতে আরোহী জামাল শেখ ঘটনাস্থলে মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মরদেহ নিয়ে গেছে।’
সারাবাংলা/এইচআই
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর সড়ক দুর্ঘটনা