Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খুনি হাসিনার বিচার দ্রুত না করা নিহতদের সঙ্গে বেঈমানির সামিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৯

বিক্ষোভ মিছিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল

ঢাকা: জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, স্বৈরাচার খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনে নিহতদের রক্তের সঙ্গে বেঈমানির সামিল। অন্তর্বর্তী সরকার ৬ মাস সময় অতিবাহিত করেছে। কিন্তু, এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এ দেশের মানুষ দেখতে পায়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান-বনানী সড়কে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ বিক্ষোভ মিছিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে শরীফ উদ্দীন জুয়েল বলেন, ‘হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে এনে বিচার কাজ শুরু করুন। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিন। যখন হাসিনার টেলিফোন আলাপ জনসম্মুখে আসে তখন একটু হম্বিতম্বি করেন। কিন্তু, প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে থাকা হাসানার দোসরদের ব্যাপারে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকার নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। এ দেশের জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়। জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারে ভূমিকা রাখবে।’

সারাবাংলা/এজেড/এইচআই

বিএনপি যুবদল শরীফ উদ্দীন জুয়েল

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর