Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
রেফারিকে কি সত্যিই কটূক্তি করেছিলেন বেলিংহাম?

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২

ওসাসুনার বিপক্ষে বেলিংহামের লাল কার্ড বিতর্ক

লা লিগার ম্যাচে এগিয়ে গিয়েও ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জুড বেলিংহামের লাল কার্ড। ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখা বেলিংহাম কি সত্যিই রেফারিকে কটূক্তি করেছিলেন?

ম্যাচের ১৫ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। হাফ টাইম শেষ হতে তখন মাত্র ৬ মিনিট বাকি। এমন সময় রেফারি হোসে লুইস মুনেরার উদ্দেশ্য কিছু একটা বলেছিলেন। বেশ কিছুক্ষণ রিয়াল ফুটবলারদের সাথে তর্কের পর বেলিংহামকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

বিজ্ঞাপন

রেফারির এই সিদ্ধান্ত যেন কিছুতেই মানতে পারছিলেন না বেলিংহাম। রেফারির ওপর রাগ ঝেড়ে মাঠ ছাড়েন তিনি। এই লাল কার্ডের প্রতিবাদ জানিয়েছেন মাঠে থাকা রিয়াল ফুটবলার ও ডাগআউটে থাকা রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে লিড ধরে রাখতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধে গোল হজম করে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

কিন্তু রেফারিকে কী এমন বলেছিলেন বেলিংহাম যে সরাসরি লাল কার্ডই দেখানো হলো তাকে? ম্যাচের পর রেফারিদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলিংহাম মুনেরাকে ‘ফা*ক ইউ’ বলে গালি দিয়েছিলেন। আনচেলত্তি অবশ্য সংবাদ সম্মেলনে বলেছেন, বেলিংহাম রেফারিকে ‘ফা*ক ইউ’ বলেননি, তিনি ‘ফা*ক অফ’ বলেছিলেন।

বেলিংহামও ম্যাচের পর জানিয়েছেন, রেফারিকে উদ্দেশ্য করে কটূক্তি করেননি তিনি, ‘আমি যা বলেছি সেটা রেফারি থেকে মুখ ফিরিয়ে নিয়েই বলেছি। আমি তাকে কটূক্তি করিনি। আমি নিজেকেই কথাগুলো বলেছিলাম। এটা পুরোটাই একটা ভুল বুঝাবুঝি। আশা করি ভিডিও দেখে সবাই এটা বুঝতে পারবে আমি কী বলেছিলাম।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ লা লিগা লাল কার্ড

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর