আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭
রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুর দুর্গম চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকাশ ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়।
আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এর আগে ইমরান চৌধুরী আকাশকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
ইমরান চৌধুরী আকাশ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ভর্তির পর থেকে শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম হয়ে ওঠে। বিভিন্ন হলে সিট বাণিজ্য, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষক-কর্মকর্তাদের হুমকি-ধামকি দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের অনৈতিক সুবিধা আদায় করার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষক জানান, আকাশ ছাত্রলীগের নেতা হওয়ায় ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষকদের সহযোগিতায় অনার্সের গণ্ডি পেরিয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষককে সরকারবিরোধী ট্যাগ দিয়ে একাডেমিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আকাশকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, ‘শিক্ষার্থীদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিলেন তিনি। ছাত্রলীগের নেতাদের দিয়ে এমন কোনো অপরাধ নেই যে করেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের গুম খুন করার হুমকি-ধামকি দিয়েছিলেন। তাকে অনতিবিলম্বে স্থায়ী বরখাস্ত করতে হবে।’
সারাবাংলা/এমপি