Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

খেলার উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) কলাবাগান খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহিদের নাম আমরা সকল কর্মকাণ্ডে জড়িত করবো; তাদের আমরা সর্বদা স্মরণে রাখবো।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, ‘খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেন, ‘সকল মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও আমরা এ সময়ের মধ্যে চোখে পড়ার মতো খেলার মাঠ উদ্ধার করতে পারবো বলে আশা করছি।’

অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা নর্থ সিটিকে একটি মডেল সিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘যাতে করে সকল নগরবাসী এর সুফল পায় এবং সুন্দর নগর জীবনের প্রতিফলন ঘটাতে পারে।’

সারাবাংলা/জেআর/এসআর

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্টে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর