মেলার ১৬তম দিনে নতুন বই এলো ১০৪টি
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১
ঢাকা: আজ ১৬ ফেব্রুয়ারি (রোববার) অমর একুশে বইমেলার ১৬তম দিন। এদিন মেলায় নতুন বই এসেছে ১০৪টি। এর মধ্যে গল্পের বই ১৪টি, উপন্যাস ছয়টি, প্রবন্ধ পাঁচটি, কবিতা ৩৫টি, গবেষণা চারটি, ছড়া তিনটি, শিশুসাহিত্য তিনটি, জীবনী চারটি, বিজ্ঞান দু’টি, ভ্রমণ দু’টি, ইতিহাস পাঁচটি, রাজনীতি দু’টি, স্বাস্থ্য একটি, ধর্মীয় দু’টি, অনুবাদ একটি, সায়েন্স ফিকশন দু’টিসহ অন্যান্য বই রয়েছে ১৩টি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় “জহির রায়হানের সাহিত্যকর্মে ঐতিহাসিক ঘটনার ‘বিচার” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সহুল আহমদ। আলোচনায় অংশ েনন মশিউল আলম এবং আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন মাহবুব হাসান।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ও গবেষক সুমন সাজ্জাদ এবং শিশুসাহিত্যিক শরিফুল ইসলাম ভূঁইয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আজহারুল ইসলাম রনি এবং ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন।
এদিন ছিল মো. আবুজার গিফারী’র পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পতরী, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং মোবাস শিরীন মোস্তফার পরিচালনায় ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’—এর পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দেবিকা রানী পাল, জাহিন খান নেজাম, আনিলা আমীর লামী, সুমন চন্দ্র দাস, মো. টিপু চৌধুরী, মিতালী সরকার এবং ডালিয়া সুলতানা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন স্বপন কুমার দাস (তবলা), আনোয়ার সাহদাত রবিন (কি—বোর্ড), মো. শহিদুল ইসলাম (বাঁশি) এবং সুমন কুমার সাহা (অক্টোপ্যাড)।
আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : আল মাহমুদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মজিদ মাহমুদ। আলোচনায় অংশ নেবেন মুসা আল হাফিজ ও কাজী নাসির মামুন। সভাপতিত্ব করবেন মাহবুব সাদিক।
সারাবাংলা/পিটিএম