চ্যাম্পিয়নস ট্রফি
পছন্দের খাবার অর্ডার করে নিয়ম ভাঙলেন কোহলি?
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৪
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত এখন দুবাইতে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। অনুশীলনের মাঝেই রেস্তোরা থেকে নিজের পছন্দের খাবার এনে খেলেন বিরাট কোহলি। কোহলির এই বাইরে থেকে খাবার অর্ডার করা নিয়েই চলছে আলোচনা। খাবার অর্ডার করে কি বোর্ডের নিয়ম ভেঙেছেন কোহলি?
অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটারদের ওপর বেশ কিছু কঠিন নিয়ম আরোপ করেছে বিসিসিআই। এর মাঝে অন্যতম হচ্ছে বিদেশ সফরে নিজস্ব বাবুর্চি নেওয়াতে নিষেধাজ্ঞা। আগে নিজেদের পছন্দের বাবুর্চিকে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাদের হাতের রান্নাই খেতেন ক্রিকেটাররা। এবার দলের সাথে পাঠানো নির্ধারিত বাবুর্চির রান্নাই খেতে হবে সফররত দলের সবাইকে।
চ্যাম্পিয়নস ট্রফির এই সফরেও ভারতীয় দলের সাথে গিয়েছে বোর্ডের বাবুর্চি। দুদিন আগে দুবাইতে পা রেখে অনুশীলনে ব্যস্ত কোহলিরা। এই অনুশীলনের মাঝেই কোহলি ঘটালেন মজার কাণ্ড। পছন্দের বাবুর্চি সঙ্গে না নিলেও নিজের পছন্দের খাবার ঠিকই খুঁজে নিলেন কোহলি।
দুবাইয়ে অনুশীলনের ফাঁকে নিজের ম্যানেজারকে দিয়ে পাশের এক রেস্তোরা থেকে নিজের পছন্দের খাবার অর্ডার করেছেন কোহলি। দলের অন্যরা যখন অনুশীলনে ব্যস্ত, সেই ফাঁকে কোহলি খেয়েছেন রেস্তোরার খাবার। ভারতীয় সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছে, এমনটা করে কি বোর্ডের নিয়ম ভাঙলেন কোহলি? দুবাইতে থাকা ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য এই ব্যাপারে সেভাবে কিছু বলেনি।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।
সারাবাংলা/এফএম