‘পাঠাভ্যাস শিশুর মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান’
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩
ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষার মূলভিত্তি হল পাঠাভ্যাস, যা শিশুর একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
সোমবার (১৭ ফেব্রুযারি) প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নের লক্ষ্যে পদ্ধতিগত গবেষণা পর্যালোচনা, কৌশল অনুসন্ধান ও সুপারিশ নির্ধারণের জন্য দু’দিনব্যাপী ‘রিডিং কনফারেন্স’ শুরু হয়েছে গাজীপুরের শ্রীপুরে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে যুক্ত হয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবেন। তাত্ত্বিক আলোচনা, গবেষণালব্ধ প্রমাণ ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার সমন্বয়ে এই উদ্যোগ একটি টেকসই, কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে। সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও সুপারিশসমূহ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি কার্যকর কর্মপরিকল্পনা গঠনে সহায়তা করবে।’
তিনি আরও বলেন, ‘মানসম্মত শিক্ষার জন্য প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের যথাযথ পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পড়ার দক্ষতা ছাড়া একদিকে যেমন পড়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব নয়, অন্যদিকে তেমনি পাঠাভ্যাসের মাধ্যমেই কেবল শিক্ষার্থীদের পঠন দক্ষতার সমৃদ্ধি সম্ভব।’
গাজীপুরের শ্রীপুরের মাওনায় ড্রীম স্কয়ার রিসোর্টে ‘রিডিং কনফারেন্স-২০২৫’ এ আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মো. আতিকুর রহমান, ‘রুম টু রিড বাংলাদেশ’ এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক (চলতি দায়িত্ব) জিয়া আহমেদ সুমন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি) ড. মো. আতাউল গনি।
প্রাথমিক শিক্ষা অধিদফতর ও রুম টু রিড বাংলাদেশ স্বাধীন পাঠক তৈরি: পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস ‘রিডিং কনফারেন্স-২০২৫’ এর আয়োজন করেছে।
সারাবাংলা/জেআর/এমপি
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার পাঠাভ্যাস প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা