Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতিল হওয়া প্রার্থীদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮

জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

ঢাকা: সকল ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করেই প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে- বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। একই সঙ্গে বাতিল হওয়া প্রার্থীদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আদালত থেকে একটি রায় হয়েছে, যেটিতে তারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন বিষয়, তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই।’

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই তারা ফল ঘোষণা করেছেন উল্লেখ করে প্রাথমিক উপদেষ্টা আরও বলেন, ‘যখন ফল ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবে ফল ঘোষণা করেনি। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। ফলে আমরা মনে করছি আমরা আইনি কাঠামোতেই আমাদের কাজগুলো করেছি। সে হিসেবে আন্দোলনরতরা যেটা চাচ্ছেন, তাদের দাবির প্রতি আমাদের সহানুভূতি রয়েছে।’

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকে আন্দোলন করছেন ফল বাতিল হওয়া শিক্ষক প্রার্থীরা।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ ফল প্রকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর