অপারেশন ডেভিল হান্টে রংপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০
রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে সাইদুর রহমান মনা (৪০) নামে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পীরের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান।
সাইদুর রহমান মনা কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট এলাকার মোখলেছার রহমানের ছেলে। তিনি কোলকোন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
ওসি এমরান জানান, তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ জুলাই আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এদিকে অপারেশন ডেভিল হান্টে রংপুর মহানগরীসহ বিভাগের ৮ জেলায় গত ৯ দিনে ২৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রংপুর মহানগরী দু’জন এবং বিভাগের আট জেলা থেকে ৪৩ জনকে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী এবং রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সারাবাংলা/পিটিএম