Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা-সিগারেট পান নিয়ে মারধর, যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় মারধরের কারণে মইজ উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। চা সিগারেট পানকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খিলগাঁও নন্দিপাড়া হাফিজ উদ্দিন রোডে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে পথচারীরা মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত মইজ উদ্দিনের বোন নয়নতারা বলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। একমাত্র ছেলে মোহন মালয়েশিয়া থাকেন। মোহন ছোট থাকতেই মইজ উদ্দিনের স্ত্রী চলে যান। বর্তমানে কিছুই করতো না মইজ উদ্দিন। গতকাল সন্ধ্যার দিকে চায়ের দোকানে কয়েকজন মিলে আমার ভাইকে মারধর করে বলে জানতে পারি।

তিনি আরও বলেন, ‘আজ সকালে পুলিশের মাধ্যমে ভাই মইজ উদ্দিনের মৃতের সংবাদ পাই। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে মরদেহ দেখতে পাই মরদেহ ময়নাতদন্ত শেষে সেখানে রাখা হয়েছে। মইজ উদ্দিনের ছেলে মোহন বিদেশ থেকে আসার পর দাফন করা হবে।

খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা বলেন, ‘রোববার রাত ১১টার দিকে মুগদা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখ ও নাক থেতলে গিয়েছে। সন্ধ্যার দিকে খিলগাঁও এলাকায় চা সিগারেট পান করাকে কেন্দ্র করে মনির, সুজনসহ কয়েকজন তাকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নিহত মইজ উদ্দিনের বোন নয়নতারা বাদি হয়ে থানায় মনির (৩০), সুজনসহ (৩১) অজ্ঞাত কয়েক জনকে আসামি করে মামলা করেছেন। আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশ।’

সারাবাংলা/এসএসআর/এমপি

নিহত মারধর

বিজ্ঞাপন

ইয়ংমেন্সের জালে আবাহনীর গোল বন্যা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪

আরো

সম্পর্কিত খবর