ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে যে পদক্ষেপ নিচ্ছে ডিএনসিসি
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৬
ঢাকা: রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর সেই পদক্ষেপের মাধ্যমে প্রধান সড়ক অটোরিকশা মুক্ত করা যাবে বলে জানিয়েছেন ডিএনসিসির নব নিযুক্ত প্রসাশক মোহাম্মদ এজাজ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নতুন পদক্ষেপের বিষয়ে জানান তিনি।
মোহাম্মদ এজাজ বলেন, ‘হুট করেই ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা যাবে না। প্রথমে তাদের প্রধান সড়ক থেকে সরানো হবে। পরে অলিগলিতে একটা জায়গায় তাদের রাখা হবে। সেই সঙ্গে তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হবে।’
তিনি বলেন, ‘ঢাকা ও আশেপাশের এলাকায় প্রায় ৪০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। আর এরসঙ্গে ৪০ লাখ পরিবার জড়িত। বুয়েটের সঙ্গে বসে রিকশা নিয়ে একটি ডিজাইন করা হচ্ছে। ডিজাইনটা করা হলে সিটি করপোরেশন লাইসেন্স নম্বরটি দেবে। এই রিকশা নিয়ে সে যদি কেরানীগঞ্জ বা নারায়ণগঞ্জ যায় তাহলে লাইসেন্স পাবে। এ রকম আমরা পলিসিগুলো করছি। আর রিকশাগুলোকে প্রধান সড়ক থেকে ধীরে ধীরে ভেতরের দিকে নিয়ে আসা হবে। তাহলে এর কারণে যে যানজট সেটা আর হবে না।’
তিনি আরও বলেন, ‘আমি আমাদের সীমাবদ্ধভাগুলোও স্বীকার করতে চাই। আমার নিয়োগের মেয়াদ সীমিত এবং ঢাকা সিটি করপোরেশনের কাছে শহরের বড় বড় সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট ক্ষমতা এবং সম্পদ নেই। আমাদের মৌলিক কিছু সংস্কারের মাধ্যমে আরও শক্তিশালী ও সক্ষম করা উচিৎ, যাতে এটি শহরের মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারে। তবে, এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, আমি আপনাদের সহযোগিতা চাই, যাতে আমরা যতটুকু সম্ভব পরিবর্তন আনতে পারি। আমরা সবাই জানি, আমাদের কী করতে হবে এবং আমি হয়ত সবকিছু ঠিক করতে পারবও না। তবে আমি আপনাদের সঙ্গে নিয়ে কিছু সঠিক দিকনির্দেশনা নির্ধারণ করতে চাই।’
ডিএনসিসি প্রসাশক বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে উত্তরখান এলাকায় গিয়েছি। তিনটি স্থানে সীমানা নির্ধারণ ও উচ্ছেদ করে একটি পার্ক, একটি খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছি। পার্কটি নির্মাণ হবে তেরমুখ ব্রীজের পাশে। আমাইয়া, কাঁচকুড়ায় একটি মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণ হবে।’
সারাবাংলা/এমএইচ/এইচআই