Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদ পড়ল বিজিএমএই’র ৬৯০ ভুয়া ভোটার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৬

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি

ঢাকা: দেশের পোশাক শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সর্বশেষ নির্বাচনের ভোটার তালিকা থেকে ৬৯০ জন ভুয়া ভোটার বাদ পড়ছেন। আরও ভুয়া ভোটার বাদ পড়তে পারে বলে জানা গেছে। বিজিএমইএ’র সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্ষমতাচুত্য আওয়ামী লীগ সরকার পতনের পর বিজিএমএইএতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রশাসক ১০ জনের একটি সহায়ক কমিটি গঠন করে। আগের ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়। এরপরেই ৬৯০ জন ভুয়া ভোটারের তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিজিএমইএতে নির্বাচন কেন্দ্রিক দুটি প্যানেল- ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’। এই দুই প্যানেল থেকেই নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকে। গত বছরের মার্চে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের (২০২৪-২৬) নির্বাচনে সব কটি পদে জয় লাভ করে সম্মিলিত পরিষদ। এই প্যানেলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিহা ডিজাইন (বিডি) লিমিটেডের চেয়ারম্যান এস এম মান্নান কচি। আর ফোরামের নেতৃত্বে ছিলেন ফয়সাল সামাদ।

ওই নির্বাচনের শুরু থেকেই ভোটার তালিকা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন ফোরামের সাবেক প্যানেল লিডার ফয়সাল সামাদ। তিনি ৪০০ ভোটার নিয়ে আপত্তি জানান। ফোরামের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, মৃত ব্যক্তিও ভোটার তালিকায় রয়ে গেছে। তবে বিভিন্ন জায়াগায় ফোরাম আপত্তি জানিয়ে আসলেও তখন তা আমলে নেওয়া হয়নি।

সূত্রমতে, সর্বশেষ নির্বাচনে বিজিএমইএ’র ভোটার ছিল ২ হাজার ৪৯৬ জন। এর মধ্যে বিজিএমইএ’র ঢাকা অঞ্চলের ভোটার ১৪৮২ ও চট্টগ্রাম অঞ্চলের ভোটার ৩২৪ জন। প্রশাসক নিয়োগের পর যাচাই বাছাইয়ের পর ৬৯০ জন ভুয়া ভোটারের অস্তিত্ব পাওয়া গেছে। আরও ভুয়া ভোটারের বাদ পড়তে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে, বিজিএমইএর প্রশাসককের মেয়াদকালও বাড়ানো হয়েছে। প্রশাসককে আরও ৪ মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করবে প্রশাসক ও সহায়ক কমিটি।

প্রসঙ্গত, আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এস এম মান্নান কচি। পরে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সর্বশেষ নির্বাচনে ভোটের মাধ্যমে গঠিত কমিটি নিয়ে আপত্তি জানায় সংগঠনের একটি অংশ। পুরো কমিটির পদত্যাগ চেয়েছিল আগের সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে সবকটি পদে হেরে যাওয়া প্যানেল ‘ফোরাম’। কারচুপির মাধ্যমে ওই নির্বাচন হয়েছিল বলে অভিযোগ ফোরামের।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর