মুন্সীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ২ বন্ধুর
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৭
মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। এ সময় গুরুতর আহত হন আরও একজন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত মোটরসাইকেল আরোহী হামজা (২২) একই এলাকার হাসান জাহাঙ্গীরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি দুইটি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন যুবকরা। বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে আসলে অজ্ঞাত বাস পেছন থেকে সজিবের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজিব মহাসড়কে ছিটকে পড়লে পেছনে থাকা নাইমের মোটরসাইকেলটি তার মোটরসাইকেলের ওপর উঠে যায়। তখন পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাস দুই মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন নাইম ও সজিব।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম