Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসিদের মাধ্যমে জনগণের ওপর অত্যাচার চালিয়েছে আ.লীগ: আইন উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকার ডিসিদের মাধ্যমে জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, এরপর যাতে কেউ আর এরকম করতে না পারে, সেজন্য নীতি আইন ও সংবিধান মতো চলার জন্য ডিসিদের নিদের্শনা দেওয়া হয়েছে। আইন মতো চললে ডিসিদের কাছে জনগণ আরো বেশি সেবা পাবে।

তিনি বলেন, বৈঠকে ডিসিরা জানিয়েছেন যে, আদালতগুলোতে স্থান সংকুলান হয় না। এতে বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এটি যেন সমাধান করা হয়। এছাড়া বিদেশে যেতে আগ্রহীদের সবার ডাটাবেস প্রণয়নের সুপারিশ করেছেন ডিসিরা। সরকার সে পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর