খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে ধাওয়া-পালটা ধাওয়া হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।’