Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতের কবজি কেটে টিকটক বানাতো শ্যুটার আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৫

মোহাম্মদপুরের মূর্তিমান আতঙ্ক শ্যুটার আনোয়ার ও তার দুই সহযোগী। ছবি: সংগৃহীত

ঢাকা: মোহাম্মদপুরের মূর্তিমান আতঙ্কের নাম শ্যুটার আনোয়ার। চাঁদাবাজি ও ছিনতাইয়ে বাধা দিলে কুপিয়ে হাতের কবজি কেটে নিত আনোয়ারের দলবল। পরে সেই কবজি দিয়ে বানানো হতো টিকটক।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব ২- এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘দীর্ঘদিন নজরদারির পর সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুই সহযোগীসহ আনোয়ারকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র‍্যাব। দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের ধারালো চাপাতি দিয়ে কোপানোর প্রশিক্ষণ দিয়ে আসছিলেন মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার। এরপর তাদের মাঠে নামানো হয় ছিনতাই-চাঁদাবাজিতে। এভাবেই মোহাম্মদপুরকে ৯ ভাগ করে ত্রাসের রাজত্ব কায়েম করেন শ্যুটার আনোয়ার। গড়ে তোলা হয় ১০ থেকে ১২টি গ্যাং।’

খালিদুল হক হাওলাদার বলেন, ‘২০০৫ সালে ঢাকায় আসার পর থেকে ট্রাক স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধ জগতে ঢুকে পড়েন আনোয়ার। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় ১০-১২টি কিশোর গ্যাং পরিচালনা করছেন তিনি।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আনোয়ারের নামে হত্যাসহ রয়েছে ১৩ মামলা। তার গ্রুপের সদস্য ছাড়াও গত ছয় মাসে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকা থেকে পাঁচ শতাধিক ছিনতাইকারী ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

শ্যুটার আনোয়ার হাতের কবজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর