Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি

স্পেশাল করেপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪

পাসপোর্ট। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা বাতিল করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পরিপত্র জারি করা হয়।

সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফের সই করা পরিপত্রে বলা হয়, ‘পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো-

(ক) নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে।

(খ) বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে।

বিজ্ঞাপন

(গ) পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্যের (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জন্ম স্থান) পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

বিজ্ঞাপন

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

আরো

সম্পর্কিত খবর