Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় প্রথমবারের মতো ডিসি সম্মেলনে যোগ দিচ্ছে নির্বাচন কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪

ছবি: সারাবাংলা

ঢাকা: ডিসি সম্মেলনে এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়রি) সন্ধ্যায় সিইসিসহ চার কমিশনার ও সচিব ডিসি সম্মেলনে যোগ দিতে নির্বাচন ভবন ত্যাগ করেন।

‎এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে যেকোনো মূল্যে উত্তম নির্বাচন আয়োজনে ডিসিদের বার্তা দেওয়া হবে ।

‎নির্বাচন কমিশনার বলেন, ডিসি সম্মেলনে যাবে পুরো নির্বাচন কমিশন। সরকারের পক্ষ থেকে কোনো চাপ না থাকায় মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে।

‎উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে তফশিল ঘোষণার সময় ইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিসি-এসপিদের বৈঠক করে থাকে কমিশন।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/ইআ

ডিসি সম্মেলন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর