সন্ধ্যায় প্রথমবারের মতো ডিসি সম্মেলনে যোগ দিচ্ছে নির্বাচন কমিশন
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪
ঢাকা: ডিসি সম্মেলনে এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়রি) সন্ধ্যায় সিইসিসহ চার কমিশনার ও সচিব ডিসি সম্মেলনে যোগ দিতে নির্বাচন ভবন ত্যাগ করেন।
এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে যেকোনো মূল্যে উত্তম নির্বাচন আয়োজনে ডিসিদের বার্তা দেওয়া হবে ।
নির্বাচন কমিশনার বলেন, ডিসি সম্মেলনে যাবে পুরো নির্বাচন কমিশন। সরকারের পক্ষ থেকে কোনো চাপ না থাকায় মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে তফশিল ঘোষণার সময় ইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিসি-এসপিদের বৈঠক করে থাকে কমিশন।
সারাবাংলা/এনএল/ইআ