Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলায় আরও এক হাজার ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এক হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫০৬ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে এক হাজার ১৪১ জনকে গ্রেফতার করা হয়।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একনলা বন্দুক একটি, পিস্তলের গুলি ছয়টি, এলজি একটি এবং ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় স্থানীয়রা। অভিযোগ আছে, হামলায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় বেশ কয়েকজন আহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ

বিজ্ঞাপন

ঝড়ো বৃষ্টিতেও থামেনি পাঠক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর