২০ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে টেক্সটাইল মেশিনারি মেলা
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২
বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড যৌথভাবে এই প্রদার্শনীর আয়োজন করেছে
ঢাকা: ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি , বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে মেলা আয়োজনের এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় সংগঠটির মহাসচিব ব্রি. জে. মো. জাকির হোসেনসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিতি ছিলেন।
জানা যায়, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড যৌথভাবে এই প্রদার্শনীর আয়োজন করেছে।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে ৩৩ দেশের ১ হাজার ৬০০টি স্টল এবং ১ হাজার ১০০-এরও অধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে।
মেলায় প্রদর্শিত হবে টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ। এ ছাড়াও থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার। পাশাপাশি ডিটিজি ফ্যাশন শো থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে পরিবেশিত হবে। অন্যান্য সংস্করণের মত এবারও ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে এক ছাদের নিচে দেশি-বিদেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার— প্রত্যেককে একত্রে যুক্ত হবার।
আয়োজকরা আরও জানান, দেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের স্টেকহোল্ডারদের জন্য এ আয়োজনটিতে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। প্রদর্শনীটির লক্ষ্য, স্থানীয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী করে তোলা এবং অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয় ঘটানো। ডিটিজি মেলাটি বিশ্বব্যাপী বাংলাদেশ ও বিটিএমএ-এর ভাবমূর্তির পরিচায়ক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ২০ ফেব্রুয়ারি প্রদর্শনীর উদ্বোধন করবেন।
সারাবাংলা/ইএইচটি/এইচআই
ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন