Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসুম আওয়ালের দুই বই

স্টাফ করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৫

বইমেলা ২০২৫ এ এসেছে মাসুম আওয়ালের দুই বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক মাসুম আওয়ালের দুই‌টি বই- মজার ছড়ার বই ‘ছড়া অর্ধশত’ ও শিশু কি‌শোরদের জন‌্য গ‌ল্পের বই ‘বিজ্ঞানী বুলুর মহা আ‌বিষ্কার`।

ছড়‌ার বইটি প্রকাশ করেছে দশমিক প্রকাশনী। এ বই‌য়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আশফাকুল আশেকীন। বইমেলায় ২৬৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য ২০০ টাকা।

গ‌ল্পের বই‌টি প্রকাশ ক‌রে‌ছে দোলন প্রকাশ‌নী। এ বই‌য়ের প্রচ্ছদ ক‌রে‌ছেন রাজীব দত্ত ও অলঙ্করণ ক‌রে‌ছেন আশফাকুল আ‌শেকীন। বই‌টি পাওয়া যা‌চ্ছে ৭৯৫ নাম্বার স্ট‌লে। মু‌দ্রিত মূল‌্য ২০০টাকা।

বই দু`টি রকমারিসহ অন্য অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।

প্রথম ফ্ল্যাপেই ছড়ায় ছড়ায় বইটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন লেখক। লিখেছেন-‘ছড়াগুলো ভীষণ হাসির, ছড়াগুলো খুশিরও, ছড়াগুলো সিংহ মামা,
বাঘা এবং পুশিরও।/ ছড়ার ভিতর মজার মজার, গল্পরা ভিড় করেছে,পড়তে থাকো দেখবে তোমার, আনন্দে মন ভরেছে।/ মা-বাবারাও আছেন ছড়ায়, ছায়া মায়া ছাড়িয়ে, ছড়াচ্ছে রূপ ফুল পাখিরা, রঙের বাটি গড়িয়ে।/ ছড়া পড়ে আনন্দ পাও-তুমি আমার মতো? তোমার জন্য লিখেছি এই, ছড়া অর্ধশত।’

মাসুম আওয়াল বলেন, ‘ছড়ার বইয়ের ছড়া ও গ‌ল্পের বই‌য়ের গল্পগুলো বিভিন্ন সময় দেশের প্রথম সারির পত্র-পত্রিকার শিশুসাহিত্যের পাতাগুলোতে ছাপা হয়েছে। প্রচুর পাঠকের ভালোবাসা পাওয়া প্রিয় ছড়া ও গল্পগুলো নিয়েই এই দু‌টি বই। যা ছোট বড় সকলেরই ভালো লাগবে আশাকরি। যে শিশুটি কেবল বানান করে পড়া শিখছে তার জন্য যেমন এই বইগু‌লো, তেমনই যারা ছড়া গল্প পড়‌তে ভালোবাসেন তাদের সবার ভালো লাগবে বই দু‌`টি।’

বিজ্ঞাপন

মজার মজার ১০টি লিমেরিক, ডিজিটাল সাপুড়ে, বুড়ো কাকতাড়ুয়া, আমার বেড়ালেরা, পুষি-বাঘার গপ্পো, জিজোর ছড়া, কুটু- ‘ছড়া অর্ধশত’র সূচিতে দেখা যায় এমনই মজার সব শিরোনাম।

অন‌্যদি‌কে বিজ্ঞানী বুলুর মহা আ‌বিষ্কার, বিজ্ঞানী নেহা ও প্রজাপতি, কাঠ মিলে একদিন, ছোট্ট একটা মা, বিনু তিনু ও ভুতুড়ে কদম ফুল মিল‌বে গল্পের বই‌য়ে।

মাসুম আওয়াল বর্তমানে একজন ফুলটাইম লেখক। প্রায় দুই যুগ ধরে লেখালেখি করছেন। বিএস‌সি ই‌ঞ্জি‌নিয়ারিং প‌ড়ে‌ছেন ত‌ড়িৎ কৌশল বিষ‌য়ে। ২০২৪ সালে তার লেখা ‘আমার বর্ণমালা সিরিজ’ দারুণ সাড়া ফেলেছিলো। এবারাও দোলনের
৭৯৫ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বইটি। ২০২৩ সালে কিশোর উপন্যাস ‘গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট’ এর জন্য এই লেখক পেয়েছেন আর্টলিট সেরা বই পুরষ্কর।

মাসুম আওয়ালের প্রকা‌শিত অন্যান্য উল্লেখযোগ্য বই- ‘ছুট‌ছে মজার ছড়ার গা‌ড়ি’ (ছড়া ২০১১), ‘জটা কবিরাজ ও ভুতু‌ড়ে বটগাছ’ (কি‌শোর গল্প ২০১৩), ‘ভূততাড়ুয়া’ (ছড়া ২০১৪), ‘আ‌মিও ফ‌ড়িং তু‌মিও ফ‌ড়িং’ (ছড়া ২০১৮), ‘টই টই হই চই’ (ছড়া ২০১৯), ‘আ‌শেকীন স্যারের ক্লা‌সে মি‌ষ্টি একটা প‌রি’ (কি‌শোর গল্প ২০১৯) এবং ‘বাক‌শো ভরা এক‌শো ছড়া’ ( ছড়া ২০২১)।

সারাবাংলা/এজেডএস

ছড়া অর্ধশত বইমেলা ২০২৫ বিজ্ঞানী বুলুর মহা আবিষ্কার মাসুম আওয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর