Thursday 20 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
শেষের নাটকে দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন, মিলান-আটালান্টার বিদায়

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮

অন্তিম মুহূর্তের গোলে শেষ ১৬তে বায়ার্ন

শেষ বাঁশি বাজতে বাকি আর কয়েক সেকেন্ড। দুই লেগ মিলিয়ে ২-২ এ সমতা থাকায় ম্যাচ গড়াতে চলেছে অতিরিক্ত সময়ে। ঠিক সেই মুহূর্তেই সেল্টিকের স্বপ্ন ভেঙে গোল করেন বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের দারুণ এক জয়ে প্লে-অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে বায়ার্ন।

সেল্টিকের মাঠে প্রথম লেগে ২-১ ব্যবধানের জয় নিয়ে বাড়ি ফিরেছিল বায়ার্ন। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে তেমন একটা সুবিধা করতে পারছিল না জার্মান জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ এলেও গোল করতে পারেনি দুই দলের কেউই।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ডেডলক ভাঙ্গে সেল্টিক। সাবেক বায়ার্ন ফুটবলার নিকোলাস কুনের গোলে লিড নেয় সেল্টিক। দুই মিলিয়ে ম্যাচে তখন ২-২ এর সমতা। ম্যাচে ফিরতে মরিয়া বায়ার্ন একের পর এক আক্রমণ সাজিয়েও গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচ তখন অতিরিক্ত সময়ে যাওয়ার দ্বারপ্রান্তে।

কার্যত ম্যাচের শেষ কিকে গোল পায় বায়ার্ন। ৯৪ মিনিটে গোরেটজকার হেড দারুণভাবে বাঁচিয়ে দিয়েছিলেন সেল্টিক কিপার। তবে সেই বল যায় ডেভিসের পায়ে। সেখান থেকে গোল করে দলকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দেন তিনি। অন্তিম মুহূর্তে গোল হজম করে স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই প্লে-অফ থেকে বিদায় নিল সেল্টিক।

বায়ার্ন জয় পেলেও প্লে-অফের বাধা পেরোতে পারেনি দুই ইতালিয়ান ক্লাব আটালান্টা ও এসি মিলান। প্রথম লেগে ক্লাব ব্রুজের সাথে ১-১ গোলে ড্র করেছিল আটালান্টা। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে তারা।

রাতের অন্য ম্যাচে সান সিরোতে ফেইনুর্দের সাথে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ১৬তে পৌঁছে গেছে ফেইনুর্দ। মোনাকোর সাথে ৩-৩ গোলের রোমাঞ্চকর এক ড্রয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে বেনফিকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আটালান্টা এসি মিলান চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর