Thursday 20 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

জবি করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২২

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে প্রতিবাদ। ছবি: সারাবাংলা

জগন্নাথ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসের শান্ত চত্বরে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় শান্ত চত্বরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্রদলের গুন্ডামী, বন্ধ করো বন্ধ করতে হবে’, ‘কুয়েটিয়ান ভয় নাই, জুলাই-আগস্ট ভুলিনাই’, ‘শিক্ষা ও দমন পীড়ন, একসাথে চলেনা’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের পর আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘সরকার বলেছিলো ছাত্ররাজনীতি সংস্কার করবে, কিন্তু সেটি করা হয়নি। এরই ফলস্বরূপ আজকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে। যদি এই সন্ত্রাস বন্ধ না হয়, তাহলে ছাত্রলীগের অবস্থাও একই হবে। আমরা শহিদ আবু সাইদের উত্তরসূরি, আমরা শহিদ মুগ্ধের উত্তরসূরি। ক্যাম্পাসে ছাত্ররাজনীতির আধিপত্য গড়তে দেব না।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক মেহেদি হাসান বলেন, ‘আজ যদি আপনি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে আপনার ওপরও একই অবস্থা আসতে পারে। সময় থাকতে সংশোধন হয়ে যান।’

ইসলামী ছাত্র আন্দোলন জবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, ‘বড় বড় রামদা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালায়, তাদের সঙ্গে সন্ত্রাসী ছাত্রলীগের কোনো পার্থক্য নেই।’

সারাবাংলা/এমপি

কুয়েটে 'ছাত্রদলের হামলা কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর