৪ বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২২
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। যদিও ঢাকার আকাশে রোদের দেখা মিলেছে। বাকি বিভাগগুলো মেঘলা থাকতে পারে বলে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর ২০ ফেব্রুয়ারির পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, এ সপ্তাহে আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাবাংলা/জেআর/এমপি