Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় দম্পতির ওপর হামলা, পুরো গ্যাং গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৩

গ্রেফতার আসামিরা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো গ্যাংকে সনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের সবাইকে সনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ঘটনার দিন রাতেই মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামে দুইজনকে এবং মঙ্গলবার আলফাজ (২৩) নামের সরাসরি কোপানোতে জড়িত যুবককে গ্রেফতার করা হয়।

এর আগে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে বেপরোয়া চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ জানান। এসময় রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় ও একপর্যায়ে কিল-ঘুসি মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।

এ ঘটনায় আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর।

সারাবাংলা/এমএইচ/এমপি

উত্তরা কিশোর গ্যাং গ্রেফতার হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর