Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৭

ঢাকা: দ্বিতীয় ধাপে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। বর্ধিত মেয়াদ অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় পাবেন তারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে গণমাধ্যম, স্বাস্থ্য, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।

গত ১৮ নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তখন ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এখন প্রতিবেদন দিতে আরও দেড় মাসের মতো সময় পেল কমিশনগুলো।

এর আগে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এগুলো হলো- সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

সারাবাংলা/জেআর/ইআ

মন্ত্রিপরিষদ বিভাগ সংস্কার কমিশন

বিজ্ঞাপন

বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮

আরো

সম্পর্কিত খবর