Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৫

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এমন গণহত্যার পর আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করতে হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি (ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরন করে) আওয়ামীলীগকে আদর্শিক ও রাজনৈতিক ভাবে নির্মুল করতে হবে।

সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটিই এখন অবান্তর। বিচারসহ যে বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত।

তিনি বলেন, আমরা দেখেছি পৃথিবীতে বিভিন্ন দেশে এ রকম গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে কিভাবে এ অবস্থা থেকে উত্তরণ হয়েছে, সেই নজিরগুলোকে ফলো করে ট্রুথ কমিশন কিংবা এ ধরনের ব্যবস্থার মাধ্যমে কিভাবে আওয়ামী লীগের বিষয়ে সমাধান করা যায়, সে বিষয়ে সরকার কাজ করবে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করে একটি এ রকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ২০০৮ সালে কিন্তু তাকে রাজনীতি করা থেকে বিরত করতে পারেনি। আমরা শুধু নিষিদ্ধ না আমরা মনে করি এ ধরনের একটি ফ্যাসিবাদী দল (আওয়ামী লীগ) যারা গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মুল করা উচিত। আর সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি সমাধান নয় অবশ্যই আইন প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা উচিৎ। পাশাপাশি সামাজিক ও আদর্শিকভাবেও তাকে এলিমেনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো করবে।

বিজ্ঞাপন

এ সময় তিনি কথা বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও। উপদেষ্টা আসিফ বলেন, সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে এবং বাংলাদেশের মানুষ তাদের প্রাপ্ত সেবা পাচ্ছেন না। মানুষের সেবা নিশ্চিত করা এ সরকারের অন্যতম দায়িত্ব। দিন শেষে জনগনকে একটি কস্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, সেটা কোনো সরকারই চাইবে না। সে কারনে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত। তবে যেহেতু এটি একটি সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়ে সে জন্য এ বিষয়ে কেবিনেটে আলোচনার মাধ্যমে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/জেআর/ইআ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর