Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিপ্রবিতে হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন ব্যবস্থাপনার মেয়েরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৭

রাবিপ্রবির সেন্ট্রাল ফিল্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মেয়েরা। বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্রীদের সঙ্গে ৪০ মিনিটের খেলায় ১১-০ গোলে চ্যাম্পিয়নের মুকুট জয় করলো ব্যবস্থাপনার মেয়েরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাবিপ্রবির সেন্ট্রাল ফিল্ডে (কেন্দ্রীয় খেলার মাঠে) ৪০ মিনিটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্ধের ২০ মিনিটে সাতটি ও শেষার্ধের ২০ মিনিটে আরও চারটি গোল দেয় ব্যবস্থাপনা বিভাগ। তবে পুরো খেলায় একাধিক আক্রমণেও গোলবারে কোন বল ঢোকাতে পারেনি প্রতিপক্ষের খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

৪০ মিনিটের খেলায় ব্যবস্থাপনা বিভাগের মোহিনী চাকমা একাই দিয়েছেন ৭ গোল। এছাড়া কেটি বম এবং অভিনন্দা তঞ্চঙ্গ্যা পেলেন জোড়া গোলের স্বাদ। অন্যদিকে শেষমেশ শূন্য গোলে হতাশা বুকে চেপে মাঠ ছাড়ল বন ও পরিবেশবিজ্ঞানের মেয়েরা।

পুরো খেলায় রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. মো. আতিয়ার রহমান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ে প্রক্টর সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই। যে যত বেশি খেলাধুলা করবে সে তত বিশ্ববিদ্যালয়সহ সমাজের নানা গুরুত্বপূর্ণ যায়গায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

রাঙ্গামাটি রাবিপ্রবি হ্যান্ডবল প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর