Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪

রুবেল আহমেদ।

ঢাকা: ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে ভোরে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ড্রাইভারের ছেলে রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। আজ ভোরে তাকে গ্রেফতার করেছে মোহাম্মাদপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে পারে।

সারাবাংলা/এমএইচ/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর