Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩

অস্ত্র আইনে আটক আসামি গোপাল চন্দ্র

সিরাজগঞ্জ: জেলায় অস্ত্র আইনে গোপাল চন্দ্র নামে এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত গোপাল চন্দ্র সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি মো. হাদীউজ্জামান সেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি রেজাউল করিম প্রামাণিককে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অভিযান চালিয়ে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ গোপালকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ বিষয়ে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ এই রায় প্রদান করে।

সারাবাংলা/এসডব্লিউ

অস্ত্র ব্যবসায়ী আটক যাবজ্জীবন কারাদণ্ড সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

বসন্তের সন্ধ্যা ভিজল বৃষ্টিতে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর