Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় দম্পতির ওপর হামলাকারীরা ভাসমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা।

ঢাকা: রাজধানীর উত্তরায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনায় জড়িতরা ভাসমান। তাদের নির্দিষ্ট কোনো থাকার স্থান নেই। তারা মূলত পথ শিশু হিসেবে বেড়ে উঠেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এসব কথা বলেন।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, উত্তরা ৭নম্বর সেক্টরের ৯নম্বর রোডে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এক দম্পতিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে- এমন খবর আসলে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় এ ঘটনায় জড়িত মো. মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিম নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। মঙ্গলবার বিকালে আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া থেকে রামদা দিয়ে ভিকটিমদের কুপিয়ে আহত করা আসামি আলফাজ মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে গাজীপুরের কোনাবাড়ী থেকে সজিবকে গ্রেফতার করা হয়। আর আসামি মেহেদী হাসান সাঈফকে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে বুধবার ভোরে গ্রেফতার হয়। তার থেকে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ঘটনার সময় তার পরিহিত একটি শার্ট জব্দ করা হয়। এ ছাড়া বুধবার সকালে তুরাগ নদীর পাড় থেকে ঘটনার সময় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়।

রওনক জাহান বলেন, ভিকটিম মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি দম্পতি উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। এসময় ৭ নম্বর সেক্টরের ওই স্থানে তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে এলোমেলোভাবে চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাটিতে চার বছরের একটি শিশু তার মায়ের সঙ্গে ছিল। শিশুটির বাবা রিকশা থেকে নেমে মোটরসাইকেল চালক গ্রেপ্তার আসামি মো. মোবারক হোসেনের সঙ্গে বাকবিতন্ডা শুরু করে। ওই সময় রিকশার পেছনে থাকা ভিকটিম দম্পতি তাদের ঝামেলা করতে নিষেধ করে। সে সময় রিকশার যাত্রীরা চলে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

উত্তরায় দম্পতির ওপর হামলা, পুরো গ্যাং গ্রেফতার

তিনি বলেন, এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন মেহেবুল হাসানের সঙ্গে তর্ক শুরু করে এবং এক পর্যায়ে তাকে মারপিট শুরু করে। এ সময় তারা বলতে থাকে আমাদের চিনিস? আমরা কে? সে সময় ভিকটিম দম্পতি আশেপাশের লোকজনের সহযোগিতায় আক্রমণকারী একজনকে ধরে ফেলে ও তার মোটরসাইকেল আটক করে।
এ সময় ফোন করে সে তার আরও কয়েকজন সহযোগীদের ডেকে নিয়ে আসে। তারা দেশীয় অস্ত্র রামদাসহ ঘটনাস্থলে এসে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে রামদা দিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

তিনি আরো বলেন, তিনি বলেন, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

ওই হামলার ঘটনায় গ্রেফতার পাঁচজন হলেন- মো. মোবারক হোসেন (২৫) রবি রায় (২২), মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।

সারাবাংলা/এমএইচ/এমপি

উত্তরায় দম্পত্তির ওপর হামলা হামলাকারী

বিজ্ঞাপন

শেরপুরে মাইক্রোবাসচাপায় নিহত ২
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯

খুলনা মহানগর বিএনপির সম্মেলন সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪

আরো

সম্পর্কিত খবর