Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গলায় গামছা পেঁচিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’, হাসপাতালে মৃত্যু

জবি করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮

নিহত শিক্ষার্থী আহাদ হোসেন

ঢাকা: গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আহাদ হোসেন মারা গেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহাদ হোসেন জবির ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের (১৪ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

বুধবার দুপুরে বিভাগের অধ্যাপক মোহাম্মদ বায়োজিদ আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকালই চিকিৎসকরা ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করেছেন। এ সময় তার আইসিইউ কন্টিনিউ করবে কি না সেই ব্যাপারে তার পরিবারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চিকিৎসাকরা সকাল ১১টায় তাকে অফিসিয়ালি মৃত ঘোষণা করেন।’

আহাদ সম্পর্কে তিনি আরও বলেন,’ আমরা আহাদের সহপাঠী ও রুমমেটের সঙ্গে কথা বলেছি। ওর কোনো মেয়েঘটিত বিষয় ছিল না। তবে ওর অতিরিক্ত চিন্তা করার প্রবণতা ছিল।’

এর আগে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সূত্রাপুরে ভাড়া মেস বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/এসডব্লিউ

আত্মহত্যার চেষ্টা জবি শিক্ষার্থীর মৃত্যু