চ্যাম্পিয়নস ট্রফি
বাংলাদেশ-ভারত মহারণ: মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৪
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বেই এবার দেখা হয়ে যাচ্ছে দুই দলের। দুবাইতে আগামী ২০ ফেব্রুয়ারি গ্রুপ ‘এ’ এর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি লড়াইতে কে এগিয়ে?
ওয়ানডেতে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে মোট ৪১ বার। ৩২ জয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৮ ম্যাচে। একটি ম্যাচে শুধু ফলাফল আসেনি।
নিজেদের মাটিতে ভারত জয় পেয়েছে ৪ ম্যাচে। ঘরের মাঠে বাংলাদেশের জয় ৬ ম্যাচে। ভারতের মাটিতে অ্যাওয়ে ম্যাচে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে নিজেদের মাঠে ভারত বাংলাদেশকে হারিয়েছে ১৮ বার।
নিরপেক্ষ ভেন্যুতেও বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। ১২ দেখায় ভারত জিতেছে ১০ বার। বাংলাদেশ ভারতকে হারিয়ে মাত্র ২ ম্যাচে।
৫০ ওভারের ফরম্যাটে সাম্প্রতিক সময়ে অবশ্য ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা শান্তদের জন্য আশা জাগানিয়া। শেষ ৫ দেখায় ৩বারই ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ।
সবশেষ দুই দল ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছিল ভারত।
সারাবাংলা/এফএম