সিরাজগঞ্জে ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাটিকুমরুলের আঁখি যমুনা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে ট্রাক চালক কামরুল হাসান মিন্টু (২৮) এবং একই গ্রামের মান্নানের ছেলে হেলপার আবদুল্লাহ আল মাহিদ (১৭)।
হাটিকুমরুল হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলিথিনবাহী একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এমন খবর পেয়ে মহাসড়কের আঁখি যমুনা হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
তল্লাশির এক পর্যায়ে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাককে সিগন্যাল দিয়ে আটক করা হয়। এ সময় গাড়ী চালককে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে, গাড়ী থেকে পাঁচ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয় ও ট্রাকটি জব্দ করে হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ