Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন, গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার কাহালুতে বৈদ্যুতিক বিল দেওয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রূপালী বেগম (৩৮) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ছেন রুপালীর স্বামী পলাশ প্রামানিক (৪২)। এ ঘটনায় দেবর মোজাম্মেল হক (৩২) তার স্ত্রী আফরোজা (২৫), বাবা রাশেদ আলী (৬৫) ও মা মরিয়ম বেগমকে (৬০) গ্রেফতার করা করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপালী বেগমের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার রাতে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে দুই ভাই ও তাদের স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। একপর্যায় দুই ভাই ও তাদের বাবা-মা বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। এ সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে মোজাম্মেল তার বড় ভাই ও ভাবিকে ছুরিকাঘাত করেন। তাদের উদ্ধার করে কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর পাঁচটার দিকে রুপালী বেগমের মৃত্যু হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় রাতেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। রুপালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রুপালীর ভাই সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এসআর

ছুরিকাঘাতে ভাবী খুন দেবরের ছুরিকাঘাত বগুড়া ভাবী খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর