Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার থেকে সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মানবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫

বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: সরকার থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে বিএনপি সেটা মানবে না।’

‘ফ্যাসিস্টরা ক্ষমা চেয়ে যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবেন’— অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের এ কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম প্রশ্ন করেন, এটা কী আপনারা মেনে নিতে পারবেন? উত্তরে উপস্থিত নেতাকর্মীরা চিৎকার করে ‘না, না’ বলে জবাব দেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের কথায় এটাই প্রমাণিত হয়েছে, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চান।’

নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে। ছাত্র রাজনীতির ক্ষেত্রে এটা সবসময় মনে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে। শুধু মহল্লা ভিত্তিক সংগঠন গড়ে তুললে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন যদি গড়ে না তোলা হয় তাহলে কিন্তু হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাদের নেতৃত্ব দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচনে তোমাদের জয় লাভ করতে হবে।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের সাফল্য কামনা করে বলেন,‘তোমরাই হচ্ছো ভবিষ্যৎ। তোমরা এ দেশের সব কিছু তৈরি করবে। চাকরিতে, রাজনীতিতে, অর্থনীতিতে ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে তোমাদেরকেই সামনে এগিয়ে নিতে হবে। আমি প্রত্যাশা করছি ছাত্রদল বিএনপিকে নেতৃত্ব দেবে। আসুন আমরা বৃদ্ধ, তরুণ, কিশোর, সবাই মিলে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বক্তব্য দেন।

সারাবাংলা/এফএন/এইচআই

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলগীর

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর