পদোন্নতির দাবিতে সৈয়দপুর রেলওয়ে শ্রমিকদের মানববন্ধন
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭
নীলফামারী: আগামী ১৫ দিনের মধ্যে পদোন্নতির দাবিতে মানববন্ধন করেছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার যান্ত্রিক বিভাগের শ্রমিক-কর্মচারীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানার সামনে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের পদোন্নতির দাবিতে অবস্থান নেয়।
রেলওয়ের যান্ত্রিক বিভাগের শ্রমিক-কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. একরাম উদ্দিন, মো. মমিনুল ইসলাম, মো. ইমরুল সিকদার, মো. খায়রুল বাশার, আখতারুল ইসলাম, পারভেজ রানা ও হামিদুর রহমান।
এ সময় বক্তারা বলেন, তাদেরকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। সম্প্রতি জৈষ্ঠ্যতার তালিকা প্রকাশ হলেও অনেক পদের পদোন্নতির কোনো সুযোগ নেই। তারা এমন বৈষম্যমূলক তালিকার বিরোধীতাসহ আগামী ১৫ দিনের মধ্যে সকল পদের পদোন্নতি দাবি জানান। দাবি আদায় না হলে ১ মার্চ থেকে কর্মবিরতি পালন করবেন তারা।
সারাবাংলা/এসআর