Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসির সময়-সূচিতে পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৯

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: এ বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে শুরুর তারিখ পরিবর্তন হয়নি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সময়সুচিতে পরিবর্তন এনে নতুন রুটিন ঘোষণা করে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’।

আগের সময়সূচিতে আগামী১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত নতুন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। প্রথম প্রকাশিত এবং সংশোধিত সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে।

প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা শুরুর কথা ছিল। এ পরীক্ষাটি ১৩ এপ্রিল হবে না। বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটি হবে ১৩ মে। অর্থাৎ তত্ত্বীয় পরীক্ষার সবশেষের দিন। বাংলা দ্বিতীয়পত্রের এ পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে প্রথম প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে। আগের মতোই তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল।

সারাবাংলা/জেআর/পিটিএম

এসএসসি নতুন রুটিন পরিবর্তন সময় সূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর