একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিএনপির ২ দিনের কর্মসূচি
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮
ঢাকা: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আর ২১ ফেব্রুয়ারি ভোরে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে আজিমপুরে ভাষা শহিদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে।
কর্মসূচিতে আরও উল্লেখ করা হয়েছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে উত্তোলন করা হবে কালো পতাকা। এদিন সকাল সাড়ে ৬টায় দলের নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে সমবেত হয়ে কালো ব্যাজ বুকে লাগিয়ে প্রভাতফেরি করে প্রথমে শহিদদের কবর জিয়ারত এবং পরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।
এ ছাড়া ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সারাদেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌর ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাত ফেরি এবং স্থানীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে।
সংবাদ সম্মেলনে জানা যায়, ২১ ফেব্রুয়ারি দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট তাদের সুবিধা অনুযায়ী ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সুলতান সালাউদ্দিন টুকু, সাইয়েদুল আলম বাবুল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শারাফত আলী সপু প্রমুখ।
সারাবাংলা/এফএন/এইচআই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিএনপি বিএনপির কর্মসূচি রুহুল কবির রিজভী